
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেডের পর ব্রিসবেনে ব্যর্থ বিরাট কোহলি। দু'অক্ষরের রানেও পৌঁছতে পারেননি। নতুন বলে তারকা ক্রিকেটারের ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন তুললেন চেতেশ্বর পূজারা। তিনি মনে করেন, নতুন বল হ্যান্ডেল করার জন্য তৈরি নয় কোহলি। টপ অর্ডার ব্যর্থ হওয়ায় দ্রুত নামতে হচ্ছে বিরাটকে। যার ফলে নতুন বলে সুবিধা করতে পারছেন না। পূজারা বলেন, 'আমরা আলোচনা করছিলাম, ও নতুন বল খেলতে বাধ্য হচ্ছে। যখনই ও নতুন বলের বিরুদ্ধে নেমেছে, দ্রুত আউট হয়েছে। পারথে পুরনো বলে খেলে শতরান করেছে। এটা একটা বড় পয়েন্ট। ওর টেকনিক নতুন বলের জন্য আদর্শ নয়। ১০, ১৫ বা ২০ ওভার পরে ওর ব্যাট করতে নামা উচিত। নতুন বলে খেলার সময় বোলাররা তরতাজা থাকে। আত্মবিশ্বাসও বেশি থাকে। শুরুতে দুই উইকেট পেয়ে গেলে, গোটা দল চার্জড আপ হয়ে যায়। সেই সময় ব্যাট করতে আসা সহজ নয়।'
গাব্বায় প্রথম ইনিংসে মাত্র ৩ রান করেন কোহলি। ৪৪ রানে ৪ উইকেট হারায় ভারত। পারথে শতরান বাদ দিয়ে, বর্ডার-গাভাসকর সিরিজের বাকি চার ইনিংসে বিরাটের রান মাত্র ২৬। তারমধ্যে তিনবার দু'অক্ষরের রানে পৌঁছতে পারেননি। গাব্বার পেস এবং বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে নেটে বিশেষ অনুশীলন করেন তারকা ক্রিকেটার। কিন্তু তার প্রতিফলন ম্যাচে হচ্ছে না। এই প্রসঙ্গে পূজারা বলেন, 'একটা জায়গাতেই বল ফেলা হচ্ছে। চতুর্থ থেকে ষষ্ঠ স্ট্যাম্প বরাবর। আর ও বারবার একই শট খেলে আউট হচ্ছে। যা একেবারেই ভাল না। ও নিজেও সেটা বুঝতে পারছে। নেটে এই বলগুলো ও ছেড়ে দিচ্ছে। কিন্তু ম্যাচে সেটা হচ্ছে না।'
চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে চারবারই উইকেটের পেছনে ধরা পড়েন কোহলি। হয় উইকেটকিপারকে ক্যাচ দেন, নয়তো স্লিপে ধরা পড়েন। পূজারা মনে করেন, টেকনিক্যালের থেকেও মানসিকভাবে মানিয়ে নিতে হবে বিরাটকে। এই প্রসঙ্গে পূজারা বলেন, 'ম্যাচে হয়তো ও বলটা ছাড়তে চাইছে, কিন্তু পারছে না। ব্যাট স্বাভাবিকভাবেই ওখানে চলে যাচ্ছে। ওকে সেটা আটকাতে হবে। মাইন্ডসেট বদলাতে হবে। অফস্ট্যাম্পের বাইরের বল খেলতে হলে টেকনিকের প্রশ্ন উঠবে। কিন্তু বলটা ছেড়ে দেওয়া সহজ। সেক্ষেত্রে টেকনিক্যালি মানিয়ে নেওয়ার কোনও বিষয় নেই। আমার মতে, মানসিকভাবে ওকে সেটা মানিয়ে নিতে হবে।' অফ ফর্মের জন্য চতুর্দিক থেকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
ইংল্যান্ড সিরিজের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, ব়্যাঙ্কিং তালিকায় ঘটল বিশাল পতন, জানুন বিস্তারিত
লিগের দৌড়ে এগিয়ে বার্সা, শেষ দেখতে চান অ্যানচেলোত্তি, লক্ষ্য লা লিগার এল ক্লাসিকো
'ফর্মে ফিরতে হলে ওকে ফোন করো', পন্থকে পরামর্শ বীরুর, মেনে চললে রান পাবেনই
নিষেধাজ্ঞার খবর প্রকাশের ২ দিন পরই মুক্তি, সব ধরনের ক্রিকেট খেলতে পারবেন রাবাদা
ইন্টারের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষাতের আগে শক্তি বাড়ল বার্সার, ফিরছেন কে?
ধোনির উইকেট নেওয়ার ইচ্ছাই ছিল না, ভাগ্যক্রমে পেয়ে গিয়েছেন, ম্যাচ জিতিয়ে অকপট যশ দয়াল
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আরও কড়া ভারত, এবার ব্লক করা হল বাবর-রিজওয়ানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও
'ঝড় তুলে দে, আমি তোর পাশে রয়েছি', কোহলির টোটকায় বিরাট পরিবর্তন যশ দয়ালের
তিন বিদেশিকে ছাড়তে চলেছে মোহনবাগান, কারা রয়েছেন সেই তালিকায়?
নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি, আইপিএলে বিরাট নজির আরসিবি তারকার
ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের
আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ
ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি
ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য
'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর